হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ওভারপাস থেকে যাত্রীবাহী বাস পড়ে নিহত ১, আহত ৪৪ 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাস থেকে যাত্রীবাহী বাস নিচে পড়ে গিয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৪ জন। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি সিলেটের বিশ্বনাথ উপজেলার আবুল মন্নাফের ছেলে নুরুল ইসলাম (৫০)। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী ঢাকা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস মালবাহী ট্রাককে অতিক্রম করতে গিয়ে আরেকটি ট্রাকের মুখোমুখি হলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নুরুল ইসলাম নিহত হয়েছেন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও সেনাসদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান জানান, যাত্রীবাহী বাস সড়কে দুর্ঘটনার ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত ৪৪ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস