গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় আহত ব্যক্তি মারা গেছেন। নিহত ওই ব্যক্তির নাম হবিবুল্লাহ হবি (৫৫)। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। হবি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। প্রায় ১১ দিন হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আজ শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।
নিহতের ছেলে আরিফুল ইসলাম রিয়াদ বলেন, ‘গত ৯ আগস্ট বুধবার রাতে বাবা বাড়ি থেকে হেঁটে টেপিরবাড়ী বাজারে যাচ্ছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে পেছন দিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাঁকে চাপা দেয়। এতে বাবা গুরুতর আহত হন। পরে স্থানীয়দের মাধ্যমে বাবাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মাওনা চৌরাস্তায় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। পরে ঢাকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করি। ১১ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকালে বাবা মারা গেছেন। আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি পারিবারিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত হবে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত নিহতের স্বজনেরা পুলিশকে অবহিত করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।