হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে নিহার সিকদার (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন বলে জানা গেছে। 

আজ শুক্রবার উপজেলার কলাবাড়ী ইউনিয়নের পশ্চিম মাছপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নিহার সিকদার পশ্চিম মাছপাড়া গ্রামের গুরুদাস সিকদারের ছেলে। 
 
স্থানীয়রা বলছেন, পশ্চিম মাছপাড়া গ্রামের মহাদেব সরকারের ছেলে মৃণাল সরকার ধানের বীজতলায় ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ তৈরি করেন। ঘটনার দিন সকালে নিহার সিকদার বীজতলার পাশ দিয়ে বিলে মাছ ধরতে যাওয়ার সময় বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই নিহত হন। বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে নিহার সিকদার নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মৃণাল সরকার ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে যায়। 
 
নিহার সিকদারের ভাই নৃপেন সিকদার (৪০) আজকের পত্রিকাকে বলেন, ‘মৃণাল সরকার তাঁর বাড়ি থেকে অবৈধভাবে বিলে বিদ্যুতের লাইন নিয়ে ইঁদুর মারার জন্য ফাঁদ তৈরি করেছিল। সেই ফাঁদে জড়িয়ে আমার ভাই নিহার সিকদার নিহত হয়েছেন। আমি মনে করি এটি একধরনের হত্যাকাণ্ড। আমি আমার ভাই হত্যার বিচার চাই।’ 
 
ভাঙ্গারহাট নৌ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. ওমর শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহত নিহার সিকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ছাড়া নিহত নিহার সিকদারের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’ 

কোটালীপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধ সংযোগ দিয়ে যারা এভাবে ইঁদুর মারার ফাঁদ তৈরি করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে শিগগিরই মাঠ পর্যায়ে অভিযান পরিচালনা করা হবে।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন