হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে নিহার সিকদার (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন বলে জানা গেছে। 

আজ শুক্রবার উপজেলার কলাবাড়ী ইউনিয়নের পশ্চিম মাছপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নিহার সিকদার পশ্চিম মাছপাড়া গ্রামের গুরুদাস সিকদারের ছেলে। 
 
স্থানীয়রা বলছেন, পশ্চিম মাছপাড়া গ্রামের মহাদেব সরকারের ছেলে মৃণাল সরকার ধানের বীজতলায় ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ তৈরি করেন। ঘটনার দিন সকালে নিহার সিকদার বীজতলার পাশ দিয়ে বিলে মাছ ধরতে যাওয়ার সময় বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই নিহত হন। বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে নিহার সিকদার নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মৃণাল সরকার ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে যায়। 
 
নিহার সিকদারের ভাই নৃপেন সিকদার (৪০) আজকের পত্রিকাকে বলেন, ‘মৃণাল সরকার তাঁর বাড়ি থেকে অবৈধভাবে বিলে বিদ্যুতের লাইন নিয়ে ইঁদুর মারার জন্য ফাঁদ তৈরি করেছিল। সেই ফাঁদে জড়িয়ে আমার ভাই নিহার সিকদার নিহত হয়েছেন। আমি মনে করি এটি একধরনের হত্যাকাণ্ড। আমি আমার ভাই হত্যার বিচার চাই।’ 
 
ভাঙ্গারহাট নৌ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. ওমর শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহত নিহার সিকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ছাড়া নিহত নিহার সিকদারের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’ 

কোটালীপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধ সংযোগ দিয়ে যারা এভাবে ইঁদুর মারার ফাঁদ তৈরি করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে শিগগিরই মাঠ পর্যায়ে অভিযান পরিচালনা করা হবে।’ 

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব