হোম > সারা দেশ > ঢাকা

তেলবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাকচালক কারাগারে

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দরে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের তেলবাহী ট্রাকের ধাক্কায় শাহাদাৎ হোসেন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার তেলবাহী ট্রাকের চালক আল-আমিনকে (৩২) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক মিঞা আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে ঢাকা মেট্রো ল-৪১-৫২৬২ নম্বরের একটি মোটরসাইকেলকে তেলবাহী ট্রাকটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ সময় পথচারীরা তেলবাহী ট্রাকসহ (ঢাকা মেট্রো ঢ-১১-০৩৫৬) চালক মো. আল-আমিনকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় নিহতের ভাই বাবুল হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। আজ সকালে পুলিশ আল-আমিনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠালে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিহত ওই মোটরসাইকেল আরোহী রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকার ইসমাঈল মিয়ার ছেলে। অন্যদিকে কারাগারে যাওয়া ওই ট্রাকচালক ভোলার বোরহান উদ্দিন উপজেলার বোয়ালিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে।

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক মিঞা আজকের পত্রিকাকে বলেন, তেলবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেলচালকের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গাড়িসহ ঘাতক চালককে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আজিজুল হক বলেন, নিহতের ঘটনায় ভুক্তভোগীর ভাই বাবুল হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলাটি সড়ক পরিবহন আইনে করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার হওয়া চালক আল-আমিনকে আজ সকালে আদালতে পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির