হোম > সারা দেশ > ঢাকা

তেলবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাকচালক কারাগারে

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দরে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের তেলবাহী ট্রাকের ধাক্কায় শাহাদাৎ হোসেন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার তেলবাহী ট্রাকের চালক আল-আমিনকে (৩২) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক মিঞা আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে ঢাকা মেট্রো ল-৪১-৫২৬২ নম্বরের একটি মোটরসাইকেলকে তেলবাহী ট্রাকটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ সময় পথচারীরা তেলবাহী ট্রাকসহ (ঢাকা মেট্রো ঢ-১১-০৩৫৬) চালক মো. আল-আমিনকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় নিহতের ভাই বাবুল হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। আজ সকালে পুলিশ আল-আমিনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠালে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিহত ওই মোটরসাইকেল আরোহী রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকার ইসমাঈল মিয়ার ছেলে। অন্যদিকে কারাগারে যাওয়া ওই ট্রাকচালক ভোলার বোরহান উদ্দিন উপজেলার বোয়ালিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে।

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক মিঞা আজকের পত্রিকাকে বলেন, তেলবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেলচালকের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গাড়িসহ ঘাতক চালককে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আজিজুল হক বলেন, নিহতের ঘটনায় ভুক্তভোগীর ভাই বাবুল হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলাটি সড়ক পরিবহন আইনে করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার হওয়া চালক আল-আমিনকে আজ সকালে আদালতে পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল