হোম > সারা দেশ > ঢাকা

কঠোর গোপনীয়তায় সাবেক আইজিপি মামুন আদালতে

আজকের পত্রিকা ডেস্ক­

পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কঠোর গোপনীয়তার মাধ্যমে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয় বলে জানা গেছে।

তবে মামুনকে আদালতে হাজির করার পর তার জবানবন্দি নেওয়া হয়েছে কি না বা অন্য কোনো কারণে হাজির করা হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত করে কেউ কথা বলছেন না। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি ঢাকার একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের খাস কামরায় ২ ঘণ্টার বেশি সময় অবস্থান করেছিলেন।

আরেকটি সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত একটি মামলায় তাকে আদালতে নেওয়া হয়।

গত ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন অঞ্চলে গুলিতে শত শত আন্দোলনকারী নিহত হন এবং গুরুতর আহত হন। এ ঘটনায় সারা দেশে কয়েকশ মামলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও ৪০টির বেশি মামলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে গত ২০ অক্টোবর চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ২০ জনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার যেকোনো একটি মামলায় চৌধুরী মামুনকে আদালতে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর দিনগত রাতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজধানী থেকে আটক করা হয়। এরপর ৪ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বসিলায় মুদি দোকানদার আবু সায়দ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

ওই মামলায় তাকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে পর্যায়ক্রমে প্রায় অর্ধশতাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল