হোম > সারা দেশ > রাজবাড়ী

সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না: নাহিদ ইসলাম

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর রেলগেটে শহীদ স্মৃতি চত্বরে সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের পরই নির্বাচন করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে মানিকগঞ্জের শহীদ রফিক চত্বরে আয়োজিত পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

এনসিপি নেতা আরও বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছে একটি নতুন ব্যবস্থা কায়েমের জন্য। কিন্তু এখন কেউ কেউ নতুন ব্যবস্থার দাবি ভুলে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে। তিনি আরও বলেন, সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য উচ্চকক্ষে আনুপাতিক হারে আসন বণ্টন করতে হবে।

নাহিদ আরও বলেন, ‘দেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে আমরা জুলাই পদযাত্রার কর্মসূচি নিয়েছি। কিন্তু গোপালগঞ্জে সেই শান্তিপূর্ণ পদযাত্রায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুন্ডারা হামলা করেছে। কিন্তু এই হামলায় আমরা ভীত নই। আমরা আমাদের পদযাত্রা অব্যাহত রাখব।’

এদিকে আজ বিকেলে রাজবাড়ীর রেলগেটে শহীদ স্মৃতি চত্বরে জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ বলেন, ‘আমরা আমাদের শত্রু চিহ্নিত করতে পেরেছি—মুজিববাদ। ওই মুজিববাদ আওয়ামী লীগের গোড়া। বাংলাদেশকে বিভাজিত করেছে, মানুষ গুম, খুন করেছে এই মুজিব আদর্শের মাধ্যমে। মুজিববাদ আর মুক্তিযুদ্ধ এক জিনিস না। মুজিববাদদের হাত থেকেও আমাদের মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। এটি সন্ত্রাসী সংগঠন। ফ্যাসিস্ট মতাদর্শ। এই আদর্শকেও পরাস্ত করতে হবে। শুধু আইনিভাবে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে পরাস্ত করতে পারব না। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে, আইনিভাবে, সাংস্কৃতিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে পরাস্ত করতে হবে।’

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ