গাজীপুরের টঙ্গীতে পয়োনালা থেকে এক নবজাতক কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে টঙ্গীর গাজীবাড়ি এলাকা থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয়। টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, আজ বুধবার দুপুরে ওই এলাকার একটি নির্মাণাধীন পয়োনালার পানিতে আনুমানিক দুই দিন বয়সী এক নবজাতকের লাশ কে বা কারা ফেলে রেখে যায়। দুপুরে নির্মাণ শ্রমিকেরা পয়োনালায় কাজ করতে গেলে নবজাতকের লাশ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা নবজাতককে পয়োনালায় ফেলে গেছে, তা জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে। নবজাতকের লাশের ময়নাতদন্ত বা দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।