হোম > সারা দেশ > ঢাকা

মার্চে নির্যাতনের শিকার ২৪৫ নারী ও কন্যাশিশু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের মার্চ মাসে দেশের বিভিন্ন এলাকায় ২৪৫ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৪১ জন কন্যাসহ ৫৪ জন। ১২ জন কন্যাসহ ১৫ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, একজন কন্যাসহ দুজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। 

আজ সোমবার ১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে বাংলাদেশ মহিলা পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে। 

সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্চে যৌন নিপীড়নের শিকার হয়েছে ১০ জন কন্যাসহ ১২ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে নয়জন কন্যাসহ ১০ জন। বিভিন্ন কারণে তিনজন কন্যাসহ ৩৪ জনকে হত্যা করা হয়েছে। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে দুজন কন্যাসহ চারটি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে তিনজন এরমধ্যে একজনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যুর হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে একজন কন্যাসহ ছয়জন, এরমধ্যে একজন কন্যাসহ তিনজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১৭ জন, এরমধ্যে চারজন কন্যা। পারিবারিক সহিংতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে পাঁচটি। 

গত মাসে দুজন কন্যা গৃহকর্মী নির্যাতনের ঘটনায় একজনকে হত্যার ঘটনা ঘটেছে। আটজন কন্যাসহ ২১ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। আটজন কন্যাসহ ২০ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এর মধ্যে একজন কন্যাসহ তিনজন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। ১২ জন কন্যা অপহরণের ঘটনার শিকার হয়েছে। এছাড়াও তিনজন কন্যাকে অপহরণের চেষ্টা ঘটনা ঘটেছে। ফতোয়ার ঘটনার শিকার হয়েছে একজন। একজন কন্যাসহ দুজন পুলিশী নির্যাতনের শিকার হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে একটি। বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে তিনটি। এছাড়া নয়জন কন্যাসহ ২৪ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে