হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর কালীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ৩

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

দুর্ঘটনা কবলিত পিকআপ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

আজ শুক্রবার ভোরে উপজেলার তুমুলিয়ার দড়িপাড়া এলাকায় এনা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক সেলিম মিয়া (৪০) নিহত হন।

নিহত সেলিম মিয়া ময়মনসিংহ নান্দাইলের হালিউড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে। আহতরা হলেন নরসিংদী পলাশের চরপলাশ এলাকার শফি মিয়ার ছেলে পাপ্পু (২৮), একই এলাকার বোরহানউদ্দিন দরজির ছেলে নজরুল ইসলাম (৫৫) এবং নরসিংদী পলাশের বারারিয়াপাড়া এলাকার হযরত আলীর ছেলে হেলাল (৩২)।

বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হায়াতুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ ভোরে দড়িপাড়া এলাকায় বেসরকারি গণপরিবহন এনার সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপচালক সেলিম মিয়া ঘটনাস্থলেই নিহত হন। তাঁর সঙ্গে থাকা তিন আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ অধিকতর তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, এ ঘটনায় পারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির