হোম > সারা দেশ > ঢাকা

অফিস খোলা গণপরিবহন বন্ধ, ভোগান্তিতে ক্ষুব্ধ কর্মজীবীরা

সাতদিনের নিষেধাজ্ঞার প্রথম দিনে  সাধারণ দিনগুলোর মতই  রাস্তায় বের হয়েছে  মানুষ।  গণপরিবহন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর কর্মজীবীরা। যাত্রীবাহী বাস বন্ধ থাকায় ব্যক্তিগত গাড়ি, রিকশা, সিএনজি অটোরিকশা, মটরসাইকেল চলছে। রাইড শেয়ার বন্ধ ধাকায় রিকশা ও অটোরিকশায় কয়েকগুণ বেশি ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের। গণপরিবহন বন্ধ করে অফিস-আদালত খোলা রাখায় সাধারণ মানুষ চরম ক্ষুব্ধ ও বিরক্ত।

বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী শফিকুল ইসলাম বলেন  বলেন,  লকডাউন দিলেও অফিস খোলা রয়েছে। সুতরাং অফিসে যেতেই হবে। গাড়ি বন্ধ থাকায় বাড়তি খরচ করে বাধ্য হয়ে রিকশায় যাচ্ছি।

গণপরিবহন না পেয়ে অনেকেই পিকআপ ভ্যানে করে ছুটছেন গন্তব্যস্থলে। ছোট্ট একটি পিকআপে গাদাগাদি করে উঠেছেন প্রায় ১৫-২০ জন। সেখানে স্বাস্থ্যবিধির কোনো মানার কোনো বালাই নেই।

অনেক অফিস অবশ্য নিজস্ব গাড়ির ব্যবস্থা করেছে।  মালিবাগে কথা হয় গণমাধ্যমকর্মী নাহিদ সিরাজীর সঙ্গে । তিনি  বলেন,  অফিসের গাড়ির এসে নিয়ে যাওয়ার কথা। এ কারণে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছি।

এদিকে গণপরিবহন না পেয়ে আজ সোমবার সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেন অফিস ও কর্মস্থলগামী মানুষ।। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরে সকাল ১০টার দিকে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। 

এ নিয়ে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার চঞ্চল বিশ্বাস বলেন, অফিস ও কর্মস্থলগামী মানুষজন অবরোধ করেছিল। পরে আমরা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।

করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলী পরিচালনার পাশাপাশি চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

এই সাতদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন বা সৎকারে এই সময় বের হওয়া যাবে।

গতকাল রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে করোনাভাইরাসে বিস্তারে রোধে চলাচলে বিধিনিষেধ আরোপ করে ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 

দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না—বাড়িওয়ালাদের ডিএনসিসির নির্দেশ

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের