হোম > সারা দেশ > ঢাকা

কদমতলীতে বখাটেদের কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কদমতলীর রায়েরবাগ এলাকায় বখাটেদের কিল-ঘুষিতে আব্দুর রহিম খান (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

আজ শনিবার দুপুর ১২টার দিকে রায়েরবাগ মেরাজনগরে বাসার সামনে কিল-ঘুষির এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে এলে চিকিৎসক বেলা পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন। 

আব্দুর রহিমের ছেলে রাকিবুল ইসলামের অভিযোগ, ‘রায়েরবাগ মেরাজনগর সি-ব্লকে আমাদের নিজেদের বাড়ি। বাসার সামনে ফাঁকা মাঠে এলাকার কিছু যুবক প্রতিদিন আড্ডা দেয় এবং মাদকদ্রব্য সেবন করে। আজকে কিছু ছেলে বাসার সামনে আড্ডা দিচ্ছিল এবং চিল্লাপাল্লা করছিল। তখন আমি এগিয়ে এসে তাদের চিল্লচিল্লি করতে নিষেধ করি। তখন তারা আমাকে মারধর করে।’ 

তিনি আরও বলেন, ‘আমার বাবা বাসা থেকে বের হয়ে তাদের বাধা দিলে আব্দুল্লাহ, ইলিয়াছ, সিয়াম নামে তিনজন আমার বাবার বুকে কিল-ঘুষি মারে। এ সময় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে আমার বাবা অচেতন হয়ে রাস্তায় পরে যান। তখন দ্রুত তাঁকে রায়েরবাগ ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যান।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ওই ব্যক্তিকে স্বজনেরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মারধরের কারণে ওই ব্যক্তি মারা যান বলে অভিযোগ করেন স্বজনেরা।’

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, ‘মেরাজনগর এলাকায় মারধরের কারণে এক ব্যক্তি মারা গেছে বলে জানতে পেরেছি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির