হোম > সারা দেশ > ঢাকা

কদমতলীতে বখাটেদের কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কদমতলীর রায়েরবাগ এলাকায় বখাটেদের কিল-ঘুষিতে আব্দুর রহিম খান (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

আজ শনিবার দুপুর ১২টার দিকে রায়েরবাগ মেরাজনগরে বাসার সামনে কিল-ঘুষির এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে এলে চিকিৎসক বেলা পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন। 

আব্দুর রহিমের ছেলে রাকিবুল ইসলামের অভিযোগ, ‘রায়েরবাগ মেরাজনগর সি-ব্লকে আমাদের নিজেদের বাড়ি। বাসার সামনে ফাঁকা মাঠে এলাকার কিছু যুবক প্রতিদিন আড্ডা দেয় এবং মাদকদ্রব্য সেবন করে। আজকে কিছু ছেলে বাসার সামনে আড্ডা দিচ্ছিল এবং চিল্লাপাল্লা করছিল। তখন আমি এগিয়ে এসে তাদের চিল্লচিল্লি করতে নিষেধ করি। তখন তারা আমাকে মারধর করে।’ 

তিনি আরও বলেন, ‘আমার বাবা বাসা থেকে বের হয়ে তাদের বাধা দিলে আব্দুল্লাহ, ইলিয়াছ, সিয়াম নামে তিনজন আমার বাবার বুকে কিল-ঘুষি মারে। এ সময় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে আমার বাবা অচেতন হয়ে রাস্তায় পরে যান। তখন দ্রুত তাঁকে রায়েরবাগ ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যান।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ওই ব্যক্তিকে স্বজনেরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মারধরের কারণে ওই ব্যক্তি মারা যান বলে অভিযোগ করেন স্বজনেরা।’

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, ‘মেরাজনগর এলাকায় মারধরের কারণে এক ব্যক্তি মারা গেছে বলে জানতে পেরেছি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে