হোম > সারা দেশ > ঢাকা

কদমতলীতে বখাটেদের কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কদমতলীর রায়েরবাগ এলাকায় বখাটেদের কিল-ঘুষিতে আব্দুর রহিম খান (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

আজ শনিবার দুপুর ১২টার দিকে রায়েরবাগ মেরাজনগরে বাসার সামনে কিল-ঘুষির এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে এলে চিকিৎসক বেলা পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন। 

আব্দুর রহিমের ছেলে রাকিবুল ইসলামের অভিযোগ, ‘রায়েরবাগ মেরাজনগর সি-ব্লকে আমাদের নিজেদের বাড়ি। বাসার সামনে ফাঁকা মাঠে এলাকার কিছু যুবক প্রতিদিন আড্ডা দেয় এবং মাদকদ্রব্য সেবন করে। আজকে কিছু ছেলে বাসার সামনে আড্ডা দিচ্ছিল এবং চিল্লাপাল্লা করছিল। তখন আমি এগিয়ে এসে তাদের চিল্লচিল্লি করতে নিষেধ করি। তখন তারা আমাকে মারধর করে।’ 

তিনি আরও বলেন, ‘আমার বাবা বাসা থেকে বের হয়ে তাদের বাধা দিলে আব্দুল্লাহ, ইলিয়াছ, সিয়াম নামে তিনজন আমার বাবার বুকে কিল-ঘুষি মারে। এ সময় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে আমার বাবা অচেতন হয়ে রাস্তায় পরে যান। তখন দ্রুত তাঁকে রায়েরবাগ ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যান।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ওই ব্যক্তিকে স্বজনেরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মারধরের কারণে ওই ব্যক্তি মারা যান বলে অভিযোগ করেন স্বজনেরা।’

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, ‘মেরাজনগর এলাকায় মারধরের কারণে এক ব্যক্তি মারা গেছে বলে জানতে পেরেছি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট