হোম > সারা দেশ > গাজীপুর

আজমত উল্লাহ ও আতাউল্লাহর কাঁধেই গাজীপুর আ.লীগের নেতৃত্ব

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার। গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আবারও সভাপতি হয়েছেন বর্তমান সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। সাধারণ সম্পাদক হয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ দুপুর ২টার দিকে কেন্দ্রীয় নেতাদের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়। শুরুতেই সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লা মণ্ডল। পরে স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল।

সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক পদে ১৬ জন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ওবায়দুল কাদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘তাঁরা আওয়ামী লীগের প্রবীণ ও ত্যাগী নেতা। দলের সংকটকালে তাঁরা দায়িত্ব পালন করেছেন।’ 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু