হোম > সারা দেশ > গাজীপুর

আজমত উল্লাহ ও আতাউল্লাহর কাঁধেই গাজীপুর আ.লীগের নেতৃত্ব

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার। গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আবারও সভাপতি হয়েছেন বর্তমান সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। সাধারণ সম্পাদক হয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ দুপুর ২টার দিকে কেন্দ্রীয় নেতাদের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়। শুরুতেই সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লা মণ্ডল। পরে স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল।

সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক পদে ১৬ জন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ওবায়দুল কাদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘তাঁরা আওয়ামী লীগের প্রবীণ ও ত্যাগী নেতা। দলের সংকটকালে তাঁরা দায়িত্ব পালন করেছেন।’ 

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা