হোম > সারা দেশ > ঢাকা

লোডশেডিং সমস্যা সমাধানে লুটপাট ও অপচয় বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লোডশেডিং সমস্যা সমাধান, তেল-গ্যাস-বিদ্যুৎ খাতে লুটপাট ও অপচয় বন্ধ, দ্রব্যমূল্য কমানো এবং শ্রমিকের জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ ও বিক্ষোভ করেন তারা।

সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্কপ নেতা আহসান হাবিব বুলবুল বলেন, করোনাকালে শ্রমজীবীদের চাকরিচ্যুতি বেড়েছে, আয়ও কমেছে। অথচ তাদের জীবন-যাপন ব্যয় বেড়েছে অস্বাভাবিক হারে। মূল্যস্ফীতি এ যাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম শ্রমজীবীসহ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। নতুন করে জরুরি ওষুধের দামও বাড়ানো হয়েছে।

বুলবুল বলেন, ‘ব্যয় বাড়লেও আয় বা মজুরি বৃদ্ধির কোনো আয়োজন নেই। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে লোডশেডিং। সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা ও বেসরকারিরকরণ নীতির ফলে দেশে অব্যাহতভাবে লোডশেডিং চলছে। লোডশেডিং সমস্যা সমাধান করতে হবে। এসব ক্ষেত্রে দুর্নীতি, লুটপাট ও অপচয় বন্ধ করতে হবে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে হবে।’

সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি শ্রমিক নেতা রতন মিয়া সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ জুলফিকার আলী, ঢাকা মহানগর কমিটির সহসভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লিপন, সহসম্পাদক মনির হোসেন মলিন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব, তোপখানা রোড, পল্টন হয়ে সেগুনবাগিচায় গিয়ে শেষ হয়।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ