হোম > সারা দেশ > ঢাকা

লোডশেডিং সমস্যা সমাধানে লুটপাট ও অপচয় বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লোডশেডিং সমস্যা সমাধান, তেল-গ্যাস-বিদ্যুৎ খাতে লুটপাট ও অপচয় বন্ধ, দ্রব্যমূল্য কমানো এবং শ্রমিকের জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ ও বিক্ষোভ করেন তারা।

সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্কপ নেতা আহসান হাবিব বুলবুল বলেন, করোনাকালে শ্রমজীবীদের চাকরিচ্যুতি বেড়েছে, আয়ও কমেছে। অথচ তাদের জীবন-যাপন ব্যয় বেড়েছে অস্বাভাবিক হারে। মূল্যস্ফীতি এ যাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম শ্রমজীবীসহ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। নতুন করে জরুরি ওষুধের দামও বাড়ানো হয়েছে।

বুলবুল বলেন, ‘ব্যয় বাড়লেও আয় বা মজুরি বৃদ্ধির কোনো আয়োজন নেই। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে লোডশেডিং। সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা ও বেসরকারিরকরণ নীতির ফলে দেশে অব্যাহতভাবে লোডশেডিং চলছে। লোডশেডিং সমস্যা সমাধান করতে হবে। এসব ক্ষেত্রে দুর্নীতি, লুটপাট ও অপচয় বন্ধ করতে হবে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে হবে।’

সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি শ্রমিক নেতা রতন মিয়া সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ জুলফিকার আলী, ঢাকা মহানগর কমিটির সহসভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লিপন, সহসম্পাদক মনির হোসেন মলিন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব, তোপখানা রোড, পল্টন হয়ে সেগুনবাগিচায় গিয়ে শেষ হয়।

দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না—বাড়িওয়ালাদের ডিএনসিসির নির্দেশ

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের