হোম > সারা দেশ > ঢাকা

এডিসি সাকলায়েনকে ডিবি থেকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মামলার বাদী ও সময়ের সমালোচিত নায়িকা পরীমণির সঙ্গে তদন্তকারী কর্মকর্তা উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনের সখ্যতার গুঞ্জন নিয়ে আলোচনা চলছে পুলিশে। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ নিয়ে কয়েক দফা বৈঠকও করেছেন। 

বৈঠক শেষে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের এক আদেশে ডিবি থেকে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (দাঙ্গা দমন বিভাগ, পশ্চিম) সাকলাইনকে বদলি করা হয়। ডিসি (মিডিয়া) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।   

এদিকে জানতে চেয়ে অভিযুক্ত অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলাইনের সরকারি নম্বরে ফোন করা হলে, তিনি ফোন জমা দিয়ে বেশ কয়েক দিনের ছুটিতে গেছেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা। গুরুত্বপূর্ণ কিছু বলার থাকলে ডিসির সঙ্গে কথা বলার অনুরোধও করেন তিনি। 

একই বিষয়ে সকালে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে অন্য এক মামলার বাদী পরীমণির মেলামেশার বিষয়টি আমাদের তদন্তেও আসবে। আমরা সেসব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ করবো। সত্যিকারের ঘটনা খুঁজে বের করবো। আইনের ঊর্ধ্বে না। সে যেই হোক না কেন সেটা তদন্তকারী কর্মকর্তা হোক বা যে কেউ হোক, আমরা চাই নিরপেক্ষ তদন্ত করে সত্যি ঘটনা বের করতে। 

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, পরীমণির সঙ্গে সাকলায়েনের যে অনৈতিক সম্পর্কের অভিযোগ এসেছে, তদন্ত করে সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

গত ১৩ জুন ঢাকা বোট ক্লাবে গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ করেন চলচ্চিত্র নায়িকা পরীমণি। এর পরদিনই উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে। পরে এই ঘটনায় গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ পরীমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তখন থেকেই গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে পরিচয় হয় পরীমণির। এরপর থেকেই শুরু হয় যোগাযোগ।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন