হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ 

ঢাবি প্রতিনিধি

‘গ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। গত বছরের মতো এবারও হচ্ছে বিভাগীয় আটটি শহরে এই পরীক্ষা। পরীক্ষা উপলক্ষে সব ধরনের কার্যক্রম সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমকর্মীদের কাছে পরীক্ষাসংক্রান্ত কাজে সার্বিক সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ভর্তির জন্য পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত (দেড় ঘণ্টা) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষার হল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

‘গ’ ইউনিটে মোট আসন রয়েছে ৯৩০টি। ৯৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩০ হাজার ৬৯৫ জন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রার্থী ৩৩ জন। 

‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ব্যবসায় শিক্ষায় উচ্চমাধ্যমিক ও বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৭.৫০ (মাধ্যমিক/সমমান এবং উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০) থাকতে হবে। উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে আগত প্রার্থীদের অ্যাকাউন্টিং বিষয় অবশ্যই থাকতে হবে এবং উক্ত বিষয়ে অন্তত গ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে। 

এ অনুষদের আওতাধীন বিভাগগুলো হলো
ম্যানেজমেন্ট, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ ইত্যাদি।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান