হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে হামলা-ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে হামলা-ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পৈতৃক বাড়িতে হামলা চালিয়েছে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার নগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী শহরের মিশনপাড়া এলাকা থেকে মিছিল বের করে।

পরে চাষাঢ়ায় থাকা সাধারণ জনতা একত্রিত হয়ে এ হামলা চালায়। এ সময় আগে থেকে এনে রাখা এক্সকাভেটর দিয়ে ভবনটি ভেঙে ফেলা হয়।

এ সময় বায়তুল আমানে ভাঙচুর চলাকালে উত্তেজিত জনতা ‘বোরকা শামীম পলাইছে, দিল্লি না ঢাকা, স্বৈরাচারের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে হামলা-ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

জাহিদ নামে এক বিক্ষোভকারী বলেন, ‘বায়তুল আমান ভবনের ইতিহাসকে পুঁজি করে শামীম ওসমান ও তার অনুসারীরা নারায়ণগঞ্জে জমিদারিতন্ত্র চালিয়েছে। এই বায়তুল আমানে আওয়ামী লীগের জন্ম হয়েছে—এমন কথা প্রচার করে আওয়ামী লীগের বদলে ওসমান লীগ প্রতিষ্ঠা করেছে। আজকে সেই ভবন গুঁড়িয়ে দিতে একত্রিত হয়েছে সাধারণ মানুষ।’

উল্লেখ, বায়তুল আমান ভবনটি ১৯৩৯ সালে শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলী প্রতিষ্ঠা করেন। এখানে আওয়ামী লীগ দল গঠনের বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অসংখ্য নেতা-কর্মী এসেছেন এবং বৈঠক করেছেন। শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীতে এই ভবনটির কথা উল্লেখ করা আছে। শামীম ওসমানের বাবা এ কে এম শামসুজ্জোহা এই বাড়ি থেকেই তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির