হোম > সারা দেশ > ঢাকা

সাভারে চলন্ত বাসে ফের ছিনতাই, চালকের সঙ্গে আগে গল্প করছিলেন একজন

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

সাভারে চলন্ত বাসে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় ইতিহাস পরিবহনের বাসে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ছুরি দিয়ে ভয় দেখিয়ে যাত্রীদের নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মালপত্র লুটে নিয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী যাত্রীরা বাসের চালক ও তাঁর সহকারীকে আটক করে বাসসহ সাভার থানা–পুলিশের হেফাজতে দিয়েছে। এ ঘটনায় এক নারী যাত্রী আজ শনিবার সাভার থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ নিয়ে গত দুই মাসে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার থানা এলাকায় দিনের বেলায় চলন্ত বাসে অন্তত তিনটি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটল। এর আগে গত ২ মার্চ বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার পৌর এলাকার রেডিও কলোনি বাসস্ট্যান্ডের কাছে রাজধানী পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে।

থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপপরিদর্শক (এসআই) মো. ফাইজুর রহমান আজ বিকেল সাড়ে ৫টায় আজকের পত্রিকাকে বলেন, গতকাল বাসে ছিনতাইয়ের ঘটনায় বাসের চালক ও তাঁর সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো কোনো মামলা রেকর্ড হয়নি।

ছিনতাইয়ের শিকার যাত্রী মোছাম্মৎ টুনি বলেন, গতকাল বেলা ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা থেকে বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি সাভারের ব্যাংকটাউন ব্রিজের কাছ পৌঁছালে দুজন ছিনতাইকারী বাসে ওঠেন। বাসে ওঠার পরপরই তাঁরা ছুরি বের করে ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। বাসে আগে থেকে একজন ছিনতাইকারী ছিলেন। তিনি ওই দুজনের সঙ্গে ছিনতাইয়ে অংশ নেন। যাত্রীদের টাকা ও মালপত্র ছিনিয়ে নেওয়ার পর তাঁরা ফুলবাড়িয়া এলাকায় নেমে যান।

টুনি আরও বলেন, ছিনতাইয়ের ঘটনার আগে বাসে বসে থাকা ছিনতাইকারীকে চালকের সঙ্গে হাসাহাসি ও গল্পগুজব করতে দেখা যায়।

রিপন মিয়া নামের এক যাত্রী বলেন, ‘বাসে ৫০ জনের মতো যাত্রী ছিলেন। যাত্রীদের বেশির ভাগই নারী। কয়েকজন পুরুষ যাত্রী ছিনতাইকারীদের বাধা দিতে চাইলে ছিনতাইকারীরা এক যাত্রীকে ছুরি দিয়ে আঘাত করেন। ছিনতাইকারীরা আমার কাছ থেকে ৩৫ হাজার টাকা নেন।’

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, গতকাল বাসে ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তা রেকর্ডের কার্যক্রম চলছে। বাসের চালক ও তাঁর সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

গভীর রাতে পিকআপ নিয়ে মোহাম্মদপুরে সোনার দোকান লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর