হোম > সারা দেশ > ঢাকা

৫ মাস পর আন্দোলনে আহত আরেকজনের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মনিরুজ্জামানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ অবসরপ্রাপ্ত নৌসেনা মনিরুজ্জামান (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আজ শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর প্রথম জানাজা হয়। সেখান থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নগরডালা ইউনিয়নে হামলাখোলা গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শহীদ মিনারে জানাজায় ইমামতি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া তারেকুল ইসলাম (তারেক রেজা)। গতকাল রাত ১২টার দিকে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তারেক উল্লেখ করেন, ‘আবারও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের সংখ্যা বড় হলো। আমাদেরকে ছেড়ে চলে গেলেন অবসরপ্রাপ্ত নৌসেনা মনিরুজ্জামান ভাই। বড় ইনজুরি ছিল না।’

স্ট্যাটাসে তারেক আরও উল্লেখ করেন, ‘হাতে ও পায়ে ছররা গুলির আঘাত ছিল। হসপিটাল থেকে রিলিজও পেয়ে গিয়েছিলেন। কিন্তু আগে থেকেই তিনি কিডনি ড্যামেজের রোগী ছিলেন। এ অবস্থায়ও তিনি আমাদের আন্দোলনের সহযোদ্ধা হন। ঢাকা সিএমএইচে নেফ্রোলজি বিভাগে ভর্তি থেকে নিয়মিত ডায়ালাইসিস করাতেন। কিন্তু হঠাৎ করে গত পরশু ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তাঁর হার্টে ব্লক ধরা পড়ে। জরুরি ভিত্তিতে তাঁকে সিএমএইচের এইচডিউতে নেওয়া হয়। একটু আগে ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

শহীদ মিনারে জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন