হোম > সারা দেশ > ঢাকা

প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় দায়রা আদালতে মির্জা ফখরুলের জামিন আবেদন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের জন্য আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই আবেদন করা হয়।

মির্জা ফখরুলের পক্ষে তাঁর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ এই আবেদন করেন। তিনি আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তবে জামিন আবেদনের ওপর শুনানির দিন এখনো ধার্য করা হয়নি বলে আইনজীবী জানান।

গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলের জামিনের আবেদন নামঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীরা বেলা ১টার দিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। ওই মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানার পুলিশ পরিদর্শক মফিজুর রহমান মামলা দায়ের করেন।

এর আগে ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসভবন থেকে মির্জা ফখরুলকে আটক করে ডিবি পুলিশ। সন্ধ্যা ৭টার দিকে তাঁকে রমনা থানায় সোপর্দ করা হয়। পরে রাত সোয়া ৮টার দিকে তাঁকে আদালতে নেওয়া হয়।

এই মামলায় মির্জা আব্বাস,  মির্জা ফখরুল, বরকত উল্লাহ বুলুসহ ৭২ জনকে আসামি করা হয়েছে।

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট