হোম > সারা দেশ > ঢাকা

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

রাজবাড়ী প্রতিনিধি

ফেরি, লঞ্চসহ বিভিন্ন নৌযান সুষ্ঠুভাবে চলাচল ও ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাজবাড়ীতে সমন্বয় সভা। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারের জন্য ১৭ ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ।

আজ শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ঈদুল আজহা উপলক্ষে ফেরি, লঞ্চসহ বিভিন্ন নৌযান সুষ্ঠুভাবে চলাচল ও ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় বলা হয়, ঈদে ঘরে ফেরা ও ঈদ-পরবর্তী কাজে ফেরা ব্যক্তিদের যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের তিন দিন আগে ও তিন দিন পর সড়কে পণ্যবাহী পরিবহন বন্ধ থাকবে। সাতটি ঘাটের মধ্যে তিনটি প্রস্তুত রাখা হয়েছে। এতে ১৭ ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে। পশুবাহী যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হবে। যানবাহনের বাড়তি চাপ কমাতে ঈদের তিন দিন আগে ও পরে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার।

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া, চাঁদাবাজি ও অজ্ঞান পার্টি বন্ধে কঠোর নজরদারিতে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়াও নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন সরকার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শ্রীনাথ সাহা, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) আতাউর রহমান খান, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ।

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন