হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঈদে ঘরে ফেরা মানুষের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার ভোর ৪টা থেকে বঙ্গবন্ধু সেতু‌র পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের সদর উপজেলার বাঐখোলা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়।

যানজটের কারণ হিসেবে মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃ‌দ্ধি, সেতুর ওপরে দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া, দফায় দফায় টোল আদায় বন্ধ এবং চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোকে দায়ী করেছেন পু‌লিশ কর্মকর্তারা।

এদিকে মহাসড়কে যানজটের কারণে বিপাকে পড়েছে ঘরমুখী মানুষ। বিশেষ করে যারা বাস না পেয়ে খোলা ট্রাক ও পিকআপে চেপে বা‌ড়ি‌ ফিরছে, বৃষ্টির কারণে তারা বে‌শি সমস্যায় পড়েছে। 

জানা গেছে, বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর দুটি গাড়ির সংঘর্ষ ও একটি পিকআপ বিকল হয়। বিকল গাড়িটি সরিয়ে নিতে এক ঘণ্টার বেশি সময় লাগে। এতে ভোর ৪টা ১৫ থেকে ৪টা ৫৩ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এর আগেও কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। এতে যানজট শুরু হয় মহাসড়কে।

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, সেতুর ওপর ও মহাসড়কে দুর্ঘটনার কারণে যানজট শুরু হয়। গাড়ির টান শুরু হয়েছে, আশা করি দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে