হোম > সারা দেশ > ঢাকা

পরিত্যক্ত খাস জমিতে খেলার মাঠ করার উদ্যোগ কাউন্সিলরের

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানের পরিত্যক্ত খাস জমিতে জনগণের সহযোগীতায় খেলার মাঠ করার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাঈম। 

দক্ষিণখান প্রেম বাগানের দারুল আশরাফ মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন মাঠ খাস জমিতে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে এলাকাবাসীর সঙ্গে পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। 

এর আগে ওই পরিত্যক্ত জমির পাশের একটি বাড়ির নিচ তলায় বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত এলাকাবাসীর সঙ্গে বৈঠকে বসে আলাপ আলোচনা করেন। ওই বৈঠকের মাধ্যমে সম্মিলিত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সরেজমিনে গিয়ে দেখা যায়-পরিত্যক্ত খাস জমিতে খানাখন্দ আর ময়লা আবর্জনায় ভরপুর। আশপাশের বাসা বাড়ির ময়লা আবর্জনাগুলো ফেলা হচ্ছে সেখানে। সেখানকার গর্তে জমা থাকা পানিতে জন্ম হচ্ছে ডেঙ্গুসহ বিভিন্ন মশা, ছড়াচ্ছে দুর্গন্ধ। 

এ বিষয়ে ডিএনসিসির কাউন্সিলর আনিছুর রহমান নাঈম আজকের পত্রিকাকে বলেন, এই অঞ্চলে কোনো খেলার মাঠ নাই। মাঝে মধ্যে রাস্তা বন্ধ করে শিশুরা খেলাধুলা করে। একটি খেলার মাঠের ব্যাপক চাহিদাও ছিল। মেয়রে কথা দিয়েছিলেন, প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ করে দেবেন। আমাদেরও নির্বাচনী ইশতেহার ছিল খেলার মাঠের। তা বাস্তবায়ন করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ