নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে নজরুল ইসলাম মাহী (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার আটি ওয়াপদা কলোনী এলাকার পুকুর থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
নিহত নজরুল ইসলাম মাহী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী এলাকার মো. শাজাহানের ছেলে।
আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই জানান, আজ দুপুরের দিকে তিন বন্ধু গোসল করতে ওই পুকুরে যায়। অন্য দুজন গোসল করে বাসায় ফিরলেও ওই কিশোরটি পুকুর থেকে আর ওঠেনি। পরে ওই কিশোরের বাবা আদমজী ফায়ার সার্ভিসকে জানালে তারা নারায়ণগঞ্জের এক ডুবুরি টিমকে খবর দেয়। পরে তাঁরা পুকুরে খোঁজাখুঁজি করে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে।
আব্দুল হাই আরও জানান, সাঁতার না জানায় পুকুরের পানিতে ডুবে ওই কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।