হোম > সারা দেশ > ঢাকা

চাকা পাংচার হয়ে ট্রলি পড়ল রিকশার ওপর, নারীর মৃত্যু, কাতরাচ্ছে দুই শিশুসন্তান

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পটুয়াখালীর দশমিনায় ট্রলির চাপায় এক নারীসহ দুজন নিহত এবং তিনজন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দশমিনা-রনগোপালদী সড়কের কাপুরিয়াকাচারি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিলা (২৮) উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আরোজবেগী গ্রামের জিয়া প্যাদার স্ত্রী। দুর্ঘটনায় ট্রলিচালকও নিহত হন। চালক রাকিব খান (২০) উপজেলার দশমিনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মান্নান খানের ছেলে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলিম জানান, ঘটনার বিষয় শুনে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তানজিলা নামের এক নারীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়। আর ট্রলিচালক রাকিবকে বরিশালে নেওয়ার পথে মারা যান। রাকিবের লাশ থানায় আনা হচ্ছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তানজিলা (২৮), তাঁর দুই ছেলে আবদুল্লাহ (৪) এবং আবু বকরকে (২) ডাক্তার দেখিয়ে দশমিনা থেকে রিকশায় বাড়ি ফিরছিলেন। কাপুরিয়াকাচারি এলাকায় এলে ট্রলির সামনের চাকা পাংচার হয়ে সেটি ওই রিকশাকে ধাক্কা দিয়ে পাশের কুয়ায় পড়ে যায়। এতে রিকশায় থাকা তানজিলা ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। রিকশা থেকে ছিটকে পড়ে শিশু আবদুল্লাহর বাঁ হাত ভেঙে যায় এবং আবু বকরের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। রিকশাচালকেরও বাঁ পা ভেঙে যায়। আবদুল্লাহ, আবুবকর ও রিকশাচালককে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আর ট্রলিচালক রাকিবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বরিশাল যাওয়ার পথে বাউফল উপজেলার বগা নামক স্থানে মারা যান রাকিব।

প্রত্যক্ষদর্শী টিটু প্যাদা বলেন, ‘না আছে ট্রলির লাইসেন্স, না আছে ড্রাইভারের লাইসেন্স। ট্রলি যখন রাস্তায় চলে, তখন মনে করে রাস্তা তাদের কেনা। দশমিনায় এ রকম বহু লোক ট্রলির চাপায় মারা যাওয়া এবং পঙ্গু হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলা প্রশাসনের কাছে এগুলো বন্ধের দাবি জানাই।’

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ