হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে রমজানের বাজার: যেসব স্থানে স্বল্প দামে যা যা মিলবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন রমজান মাসে কম দামে মাছ, গরু, খাসি, মুরগির মাংস, দুধ এবং ডিম সুলভ মূল্যে সরবরাহ করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ রোববার রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

কম দামে পাওয়া যাবে যেসব পণ্য: 
এ কর্মসূচির আওতায় তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯০০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২৫০ টাকা এবং ডিম প্রতিটি ৯.১৭ টাকা (১ ডজন ১১০ টাকা) দরে বিক্রয় করা হবে। 

এ ছাড়া মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রুই মাছ ১৪০ টাকা, পাঙাশ ১৩০ টাকা, তেলাপিয়া ১৩০ টাকা, পাবদা ৩৩০ টাকা, ফিশ ফিলেট (রেডি টু কুক) ৩৫০ টাকা কেজি দরে ঢাকা মহানগরের আটটি স্থানে পাওয়া যাবে। 

রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে ২৮ রমজান পর্যন্ত এই ভ্রাম্যমাণ বিপণনব্যবস্থা রাজধানী ঢাকার ২৫টি স্থানে পরিচালিত হবে। এ ছাড়া স্থায়ী বাজারে আরও পাঁচটি স্থানসহ মোট ৩০টি পয়েন্টে এই বিক্রয় ব্যবস্থা চালু থাকবে। 

ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রগুলো হলো: 

 (১) নতুনবাজার (বাড্ডা)
 (২) কড়াইল বস্তি (বনানী) 
 (৩) খামারবাড়ী (ফার্মগেট) 
 (৪) আজিমপুর মাতৃসদন (আজিমপুর) 
 (৫) গাবতলী
 (৬) দিয়াবাড়ী (উত্তরা)
 (৭) জাপান গার্ডেন সিটি (মোহাম্মদপুর) 
 (৮) ষাট ফুট রোড (মিরপুর)
 (৯) খিলগাঁও (রেল ক্রসিংয়ের দক্ষিণে) 
 (১০) সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড) 
 (১১) সেগুন বাগিচা (কাঁচাবাজার)
 (১২) আরামবাগ (মতিঝিল)
 (১৩) রামপুরা
 (১৪) কালশি (মিরপুর) 
 (১৫) যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে) 
 (১৬) বসিলা (মোহাম্মদপুর)
 (১৭) হাজারীবাগ (সেকশন) 
 (১৮) লুকাস (নাখালপাড়া) 
 (১৯) আরামবাগ (মতিঝিল) 
 (২০) কামরাঙ্গীরচর চর
 (২১) মিরপুর ১০
 (২২) কল্যাণপুর (ঝিলপাড়া) 
 (২৩) তেজগাঁও 
 (২৪) পুরান ঢাকা (বঙ্গবাজার) 
 (২৫) কাকরাইল। 

স্থায়ী বাজারঃ 

 (১) মিরপুর শাহ আলী বাজার 
 (২) মোহাম্মদপুর কৃষি মার্কেট 
 (৩) নতুন বাজার (১০০ ফুট) 
 (৪) কমলাপুর
 (৫) কাজি আলাউদ্দিন রোড (আনন্দবাজার)। 

মাছ পাওয়া যাবে যে ৮টি স্থানে: 

ফার্মগেট (বঙ্গবন্ধু চত্বর)
মিরপুর-১ (ইদগাহ মাঠ)
সেগুনবাগিচা বাজার
মেরুল বাড্ডা বাজার
মুগদাপাড়া (মদিনাবাগ বাজার)
যাত্রাবাড়ী (দয়াল ভরসা মার্কেট)
 মতিঝিল (বাংলাদেশ ব্যাংকের পাশে) এবং পলাশী মোড়। 

প্রাণীজাত পণ্যগুলো বিক্রয়ের জন্য সুসজ্জিত পিকআপ কুলভ্যান ব্যবহার করা হবে। প্রতিটি বিক্রয় কেন্দ্রে সকাল ৯টার মধ্যে প্রাণীজাত পণ্য নিয়ে কুল ভ্যানগুলো পৌঁছে যাবে এবং সকাল ১০টা থেকে বিক্রয় শুরু হবে।

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন