হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে নানির সঙ্গে রোদ পোহানোর সময় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রোমান নামে দেড় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে বাসার পাশের রাস্তায় নানির সঙ্গে বসে রোদ পোহানোর সময় অটোরিকশা ধাক্কা দিলে গুরুতর আঘাত পেয়ে শিশুটির মৃত্যু হয়।

আজ সকাল সাড়ে ৯টায় দিকে শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গড়িয়া মাস্টার লিচুবাগান সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রোমান জামালপুর সদর হোলাটিয়া এলাকার নাজির উদ্দিনের ছেলে। তার বাবা শ্রীপুর পৌরসভার লিচুবাগান এলাকার খলিল মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।

নিহত শিশুর নানি ছলি বেগম বলেন, ‘সকালে নাশতা খেয়ে নাতিকে নিয়ে রাস্তার পাশে বসে রোদ পোহাচ্ছিলাম। নাতি পাশেই খেলছিল, এ সময় একটি অটোরিকশা এসে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে মাথা ও ঘাড়ে আঘাত পায়। এরপর আমি ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। ততক্ষণে চালক পালিয়ে যায়। আমার সামনেই নাতি মারা গেল।’

শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রমিজ উদ্দিন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি আমাকে স্থানীয় কয়েকজন জানিয়েছেন। এরপর আমি খোঁজখবর নিয়ে জানতে পারলাম, মৃত্যুর পর স্বজনেরা লাশ নিয়ে তাদের গ্রামের বাড়ি গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ