হোম > সারা দেশ > ঢাকা

নবীনগরে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক দুজন

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরে ফুটপাতের দোকানে চাঁদাবাজির সময় হাতেনাতে মাসুদ ও দুলাল নামের দুজনকে আটক করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে আটকের পর আজ শনিবার দুপুরে তাঁদের আশুলিয়া থানায় হস্তান্তর করেছে র‍্যাব। 

ভুক্তভোগী এক দোকানি তাঁদের দুজনসহ মোট চারজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছেন। পরে তাঁদের থানা থেকে আদালতে পাঠানো হয়। 

গ্রেপ্তাররা হলেন কিশোরগঞ্জের হোসেনপুর থানার শীধলা গ্রামের মাসুদ রানা (৪২) এবং লক্ষ্মীপুরের কমলনগর থানার তোরাবগঞ্জের গ্রামের দুলাল (৪০)। তাঁরা আশুলিয়ার নবীনগর এলাকার আশপাশে থাকেন। এই মামলায় ইকবাল হোসেন রতন ও সজীব নামের আরও দুজন পলাতক রয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাইন উদ্দিন খোকন নবীনগরে স্মৃতিসৌধের সামনে ফুটওভার ব্রিজের নিচে চটপটি বিক্রি করেন। কিন্তু প্রতিদিন ওই দোকানসহ আশপাশের আরও দোকান থেকে ১০০ টাকা করে তুলত অভিযুক্তরা। টাকা না দিলে মারধর করে দোকান উঠিয়ে দেওয়ার হুমকি দিতেন। ১৩ জানুয়ারি সন্ধ্যায় আবার টাকা নিতে চাইলে টহলরত র‍্যাব সদস্যদের অবহিত করেন মাইন উদ্দিন। পরে তাঁরা দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ছাড়া তাঁদের কাছ থেকে চাঁদাবাজির প্রায় ছয় হাজার টাকা জব্দ করা হয়। তবে এ সময় আরও দুজন পালিয়ে যায়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোমেনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ফুটপাতে চাঁদাবাজি মামলার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির