হোম > সারা দেশ > ঢাকা

নবীনগরে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক দুজন

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরে ফুটপাতের দোকানে চাঁদাবাজির সময় হাতেনাতে মাসুদ ও দুলাল নামের দুজনকে আটক করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে আটকের পর আজ শনিবার দুপুরে তাঁদের আশুলিয়া থানায় হস্তান্তর করেছে র‍্যাব। 

ভুক্তভোগী এক দোকানি তাঁদের দুজনসহ মোট চারজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছেন। পরে তাঁদের থানা থেকে আদালতে পাঠানো হয়। 

গ্রেপ্তাররা হলেন কিশোরগঞ্জের হোসেনপুর থানার শীধলা গ্রামের মাসুদ রানা (৪২) এবং লক্ষ্মীপুরের কমলনগর থানার তোরাবগঞ্জের গ্রামের দুলাল (৪০)। তাঁরা আশুলিয়ার নবীনগর এলাকার আশপাশে থাকেন। এই মামলায় ইকবাল হোসেন রতন ও সজীব নামের আরও দুজন পলাতক রয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাইন উদ্দিন খোকন নবীনগরে স্মৃতিসৌধের সামনে ফুটওভার ব্রিজের নিচে চটপটি বিক্রি করেন। কিন্তু প্রতিদিন ওই দোকানসহ আশপাশের আরও দোকান থেকে ১০০ টাকা করে তুলত অভিযুক্তরা। টাকা না দিলে মারধর করে দোকান উঠিয়ে দেওয়ার হুমকি দিতেন। ১৩ জানুয়ারি সন্ধ্যায় আবার টাকা নিতে চাইলে টহলরত র‍্যাব সদস্যদের অবহিত করেন মাইন উদ্দিন। পরে তাঁরা দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ছাড়া তাঁদের কাছ থেকে চাঁদাবাজির প্রায় ছয় হাজার টাকা জব্দ করা হয়। তবে এ সময় আরও দুজন পালিয়ে যায়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোমেনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ফুটপাতে চাঁদাবাজি মামলার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন