হোম > সারা দেশ > ঢাকা

গরু চুরির পর কৃষক লীগের নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে গরু চুরির অভিযোগে মো. জনি (৫০) নামে এক কৃষক লীগের নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। জনি ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের প্রচার সম্পাদক। 
 
গরুর মালিক ফুল মিয়া জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় গোয়ালে গরু না পেয়ে এলাকায় মাইকিং করেন। অনেক খোঁজাখুঁজির পরও গরুটি পাওয়া যায়নি। এরপর বিকেলে তাঁর মেয়ে রেশমা জনির বাসার সামনে দিয়ে যাওয়ার সময় তাঁদের বাড়িতে গরুর মাংস কাটার শব্দ শোনেন। বাড়ির মূল ফটকের ফুটা দিয়ে তিনি দেখতে পান ভেতরে রক্ত ও গরুর চামড়া পড়ে আছে। রেশমা বেগম চিৎকার দিয়ে দৌড় দিলে জনি তাঁকে ধরতে পেছনে পেছনে দৌড় দেন। ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই এলাকাবাসী জনির বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে জনিকে আটক করে পিটুনি দেয়। পরে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। জনির বাড়ি থেকে গরুর মাংস উদ্ধার করা হয়েছে। 
 
স্থানীয় ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে আমি শুনেছি। চোরকে এলাকাবাসী মারধর দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে।’ 

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খালিদুর রহমান বলেন, ‘এলাকাবাসী গণধোলাই দিয়ে তাঁকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় থানায় একটি মামলা নিয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু