হোম > সারা দেশ > ঢাকা

গরু চুরির পর কৃষক লীগের নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে গরু চুরির অভিযোগে মো. জনি (৫০) নামে এক কৃষক লীগের নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। জনি ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের প্রচার সম্পাদক। 
 
গরুর মালিক ফুল মিয়া জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় গোয়ালে গরু না পেয়ে এলাকায় মাইকিং করেন। অনেক খোঁজাখুঁজির পরও গরুটি পাওয়া যায়নি। এরপর বিকেলে তাঁর মেয়ে রেশমা জনির বাসার সামনে দিয়ে যাওয়ার সময় তাঁদের বাড়িতে গরুর মাংস কাটার শব্দ শোনেন। বাড়ির মূল ফটকের ফুটা দিয়ে তিনি দেখতে পান ভেতরে রক্ত ও গরুর চামড়া পড়ে আছে। রেশমা বেগম চিৎকার দিয়ে দৌড় দিলে জনি তাঁকে ধরতে পেছনে পেছনে দৌড় দেন। ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই এলাকাবাসী জনির বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে জনিকে আটক করে পিটুনি দেয়। পরে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। জনির বাড়ি থেকে গরুর মাংস উদ্ধার করা হয়েছে। 
 
স্থানীয় ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে আমি শুনেছি। চোরকে এলাকাবাসী মারধর দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে।’ 

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খালিদুর রহমান বলেন, ‘এলাকাবাসী গণধোলাই দিয়ে তাঁকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় থানায় একটি মামলা নিয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির