হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

প্রতিনিধি

আশুলিয়া (সাভার): আশুলিয়ায় সেপটিক ট্যাংকে পড়ে গিয়ে মাসুম হোসেন (৬) নামে এক শিশু মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

শিশু মাসুম হোসেন শরীয়তপুর জেলার চর কোয়ারপুর এলাকার দুলাল মিয়ার ছেলে। সে বেরন এলাকায় পোশাক শ্রমিক বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত।

স্থানীয়রা জানান, বৃষ্টির পানি ও ময়লা জমে যাওয়ায় বেরন এলাকার হারুন-উর-রশীদের বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ চলছিল। পরিষ্কার চলা ট্যাংকের ঢাকনা খোলা থাকায় সন্ধ্যার দিকে খেলতে গিয়ে শিশুটি ট্যাংকের ভেতরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা ‍পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হামিদ বলেন, 'আমরা খবর পেয়ে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র থেকে মরদেহটি উদ্ধার করেছি। এই ঘটনায় বাড়ির মালিকের কোন গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' নিহতের স্বজনদের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯