হোম > সারা দেশ > টাঙ্গাইল

মসজিদের মাইকে বিএনপি নেতাদের গ্রেপ্তারে বাধা দেওয়ার আহ্বান

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপির নেতাদের গ্রেপ্তারে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার উপজেলার গাড়াইলে এ ঘটনা ঘটে। এ সময় মাইক থেকে বারবার এলাকাবাসীকে জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, আজ (মঙ্গলবার) সকালে মির্জাপুর পৌর এলাকার গাড়াইলে বিএনপির কেন্দ্রীয় শিশুবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাসভবনে পুলিশ যায়। মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় ওই এলাকার বংশাই সেলুঘাটা জামে মসজিদের মাইক থেকে পুলিশকে বাধা দিতে দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীকে আহ্বান জানানো হয়। পুলিশ ওই বাসভবন থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা জীবন ও গোড়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়াকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, মসজিদের মাইকে ঘোষণার পর বিএনপির নেতা-কর্মীরা জমায়েত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা গত শনিবার উপজেলার সাটিয়াচড়া শিবনাথ বালিকা উচ্চবিদ্যালয় এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার সৃষ্টি করেন। পরে তাঁদের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে বংশাই সেলুঘাট জামে মসজিদ কমিটির সভাপতি কাইয়ূম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘মসজিদের মাইকের চাবি মোয়াজ্জিন ওমর ফারুকের কাছে থাকে। মসজিদের মাইকে পুলিশের বিরুদ্ধে কে বা কারা ডাকাডাকি করেছে তা আমার জানা নেই।’

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই বাস ভবন থেকে তিনজনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন। এ ছাড়া মসজিদের মাইক ব্যবহার করে পুলিশকে প্রতিহতের ঘোষণা দেওয়ার বিষয়ে মসজিদ কমিটিকে ডাকা হবে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির