হোম > সারা দেশ > ঢাকা

গণপরিবহন চালু হলে যাত্রীবাহী ট্রেনও চলবে: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। ফলে বন্ধ রয়েছে সকল যাত্রীবাহী ট্রেন চলাচল। লকডাউন শেষে আগামী বৃহস্পতিবার (২৯ এপ্রিল) থেকে গণপরিবহন চালু হলে সেদিন থেকেই যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে।

আজ শনিবার আজকের পত্রিকাকে এ কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মন্ত্রী বলেন, রেল একটি সরকারি সংস্থা। সরকার নির্দেশ দিলেই রেল চলাচলের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চালানোর জন্য রেল কর্তৃপক্ষ সকল ধরনের প্রস্তুতি আছে বলেও জানান তিনি।

ট্রেনে যাত্রীদের কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ট্রেন চালু হলে আমরা শুধুমাত্র আন্তঃনগর ট্রেনগুলোই চালাবো। কোন লোকাল ট্রেন আপাতত চলবে না। প্রতিটি ট্রেনে মোট আসনের অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। মাস্ক ছাড়া কোন যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না।

তবে লকডাউন শেষে ট্রেন চালু হলে ৫০ ভাগ টিকিট অনলাইনে না কাউন্টারে বিক্রি করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি রেল কর্তৃপক্ষ।

এদিকে,যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও কৃষকের পণ্য পরিবহনে দেশের চার রুটে ১৪ এপ্রিল থেকে প্রতিদিন চলাচল করছে ৮টি বিশেষ পার্সেল ট্রেন। তাছাড়া মালবাহী ও তেলবাহী ওয়াগন চলাচল অব্যাহত রয়েছে।

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮