গাজীপুরের কালিয়াকৈরে বন্যার পানিতে ডুবে যাওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর শিশু ইসান হোসেন (১০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ইসান উপজেলার নাওলা এলাকার শুকুর হোসেনের ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে শিশুটি উপজেলার বরিয়াবহ এলাকা থেকে বাড়ি যাওয়ার পথে পা পিছলে পানিতে পড়ে যায়। সেখানে উপস্থিত লোকজন শিশুটিকে উদ্ধারের চেষ্টা করলে ব্যর্থ হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে প্রায় ২৪ ঘণ্টা পর আজ বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অনেক চেষ্টার পর মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।