হোম > সারা দেশ > মানিকগঞ্জ

যমুনা নদীতে পশুবোঝাই ট্রলারডুবি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ২০টি গরু ও ২টি মহিষ নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আরিচা লঞ্চঘাটের দেড় কিলোমিটার পশ্চিমে যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় ট্রলারে থাকা দুটি গরু নিখোঁজ থাকলেও বাকি গরু-মহিষ উদ্ধার করা হয়েছে। ট্রলারচালক ও ব্যাপারীদেরও উদ্ধার করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে কাজীরহাট থেকে মো. আফজাল হোসেন তার ট্রলারে ২০টি গরু ২টি মহিষ নিয়ে আরিচার উদ্দেশে রওনা হন। 

নদীর মাঝপথে হঠাৎ গরুবোঝাই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তখন আরিচা লঞ্চঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে যমুনা নদীতে হঠাৎ সামনের দিক থেকে আসা আরেকটি খালি ট্রলার রাতের অন্ধকারে গরুবোঝাই ট্রলারকে সজোরে ধাক্কা দেয়। 

সংবাদ পেয়ে শিবালয় থানার পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, গরু-মহিষ ও ট্রলারে থাকা মানুষদের উদ্ধার করে। এ ঘটনায় দুটি গরু নিখোঁজ রয়েছে বলে জানান ব্যাপারীরা। 

শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, নিখোঁজ দুটি গরুর সঠিক কোনো তথ্য দিতে পারছেন না ব্যাপারীরা। আমরা তাঁদের কথা অনুযায়ী গরু দুটি উদ্ধারের চেষ্টা করছি।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ