হোম > সারা দেশ > ঢাকা

মালিবাগে ঘরে ঝুলছিল শিক্ষার্থীর নিথর দেহ

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মালিবাগ ডিআইটি রোডে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল এক শিক্ষার্থী। তাঁর নাম এইচ এম রায়হান আহাদ (২৭)। 

আজ শনিবার বিকেল ৫টার দিকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। 
 
আহাদকে হাসপাতালে আনা পাশের রুমের ভাড়াটিয়া ডা. রেজা বলেন, আহাদের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামে। তিনি অবিবাহিত। চীনে পড়ালেখা করতেন। কিছুদিন আগে বাংলাদেশে এসেছেন। তাঁর পরিবার গ্রামে থাকলেও তিনি মালিবাগের ওই বাড়িতে একটি রুম নিয়ে ভাড়া থাকতেন। 

তিনি আরও বলেন, আজ বিকেলে বাইরে থেকে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়েন আহাদ। কিছুক্ষণ পর তাঁকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। সন্দেহ হলে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে গলায় বিছানার চাদর পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে। দ্রুত ঝুলন্ত থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ বলেন, মালিবাগের বাসা থেকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। প্রতিবেশীরা জানান, ওই যুবক গলায় ফাঁস দিয়েছিলেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ