হোম > সারা দেশ > ঢাকা

‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৮ শতাংশেরও বেশি: ঢাবি প্রক্টর 

ঢাবি প্রতিনিধি

‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৮ শতাংশেরও বেশি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী। পরীক্ষা শেষে শুক্রবার বেলা সাড়ে ১২টার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। 

পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ৯৮ শতাংশের বেশি ছিল জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘প্রাথমিক যে তথ্য আমরা পেয়েছি, সে অনুযায়ী খুলনায় ৯৮.৫ শতাংশ, রাজশাহীতে ৯৮.৫ শতাংশ, শাবিপ্রবিতে ৯৭.৪৯ শতাংশ, চবিতে ৯৮.৩৪ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিল। আরও কিছু তথ্য আমাদের হাতে এখনো আসেনি। সব মিলিয়ে ৯৮ শতাংশের ওপরে উপস্থিতি ছিল বলা যায়।’ 

প্রক্টর আরও বলেন, ‘সফলভাবে আনন্দময় পরিবেশে প্রত্যাশিতভাবে পরীক্ষা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তাঁদের সহকর্মীরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মিডিয়া, রাজনৈতিক সংগঠন—সবার সহযোগিতা ছিল। ছাত্রসংগঠন ফুল দিয়েছে, সহায়তা করেছে ৷ অভিভাবকেরাও সহযোগিতা করেছেন ৷ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ আমরা পাইনি ৷ উপস্থিতিও ছিল খুব ভালো। নিরবচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের দ্রুত কর্মজীবনে পাঠিয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার, লস্ট রিকভারি প্ল্যান সেটাতে এগিয়ে যাচ্ছি।’

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট