হোম > সারা দেশ > ঢাকা

সারজিসের আশ্বাসে শাহবাগ ছাড়লেন আন্দোলনে হতাহতদের স্বজনেরা

আজকের পত্রিকা ডেস্ক­

শাহবাগ থেকে অবরোধ প্রত্যাহার করছেন জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের আশ্বাসের পর শাহবাগ থেকে অবরোধ প্রত্যাহার করছেন জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যরা।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ৬টি দাবি নিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন তাঁরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহীদ পরিবারের কেন্দ্রীয় গ্রুপের মুখপাত্র ও আন্দোলনে শহীদ ইমাম হাসানের (তায়িম) ভাই রবিউল আউয়াল রবিউল অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।

সারজিস আলম বলেন, ‘শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে সরকারে যে ছাত্র প্রতিনিধি আছেন, আমরা তাঁদের সঙ্গে কথা বলেছি। তাঁরা জানিয়েছেন, আজকেই তাঁরা আমাদের সঙ্গে কথা বলবেন এবং অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী দলের সঙ্গেও শহীদ পরিবার কথা বলবেন। আগামী রোববার প্রধান উপদেষ্টা শহীদ পরিবারের সঙ্গে বসবার কথা বলেছেন। সেখানে শহীদ পরিবারের পক্ষ থেকে যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে এবং প্রত্যেকটি যৌক্তিক দাবি অনুযায়ী সব প্রাপ্য শহীদ পরিবারকে বুঝিয়ে দিতে হবে।’

জাতীয় নাগরিক কমিটির এই নেতা বলেন, ‘আমরা মনে করি, আমাদের শহীদ পরিবারের সদস্যদের আজকে যদি এখানে এসে বসতে হয়, এটি আমাদের সবার জন্য একটি লজ্জার বিষয়। এখানে আহত এবং শহীদ পরিবারের যারা রয়েছেন, তাঁদেরকে ফাউন্ডেশন থেকে যে একটা আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছিল, সেটা খুব বড় কোনো সহযোগিতা না। এটা দিয়ে পরিবারগুলো হয়তো কয়েক মাস চলতে পারবে, এর বেশি আসলে সম্ভব না। সরকার যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারত, তত দ্রুত নেয়নি। শহীদ পরিবারকে যে সহযোগিতা করার কথা ছিল, সেটা দৃশ্যমান হয়নি।’

তিনি আরও বলেন, ‘যদি বর্তমান সরকার এই খুনি হাসিনা এবং তার সহযোগীদের, যারা আন্দোলনে আমাদের ভাইদের হত্যা করেছে, রক্তাক্ত করেছে, তাদের বিচার করতে না পারে, তবে সেটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। আমাদের জীবনের বিনিময়ে হলেও এটি আমরা আদায় করে নিব।’

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন