হোম > সারা দেশ > গোপালগঞ্জ

হত্যা মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান জেল হাজতে

গোপালগঞ্জ প্রতিনিধি

নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহতের মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৯ মে কামরুজ্জামান ভূঁইয়া উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। আজ রোববার দুপুরে তাঁকে গোপালগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।

এর আগে গত ৮ মে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনের পর ১৪ মে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া বাজারে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলিতে ওয়াছিকুর নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় নিহতের বোন মোসাম্মাৎ পারুল বেগম বাদী হয়ে গোপালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানসহ ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০ জনের নামে সদর থানায় হত্যা মামলা করেন।

এ মামলায় এখন পর্যন্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামের মজিবর শিকদার (৬৮), একই এলাকার ইকবাল সিকদার (৩৮), সবুজ সিকদার (৩৫) ও রফিক খান।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ