হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে প্রতিমা ভাঙচুরে গ্রেপ্তার ব্যক্তি ভারতীয় নন: পুলিশ সদর দপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফরিদপুরের ভাংগা উপজেলার একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন সেই ব্যক্তি ভারতের নাগরিক নন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। যদিও গতকাল সোমবার এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর পুলিশ সদর দপ্তর জানিয়েছিল, প্রতিমা ভাঙচুরের সঙ্গে সঞ্জিত বিশ্বাস (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর রাতে ফরিদপুরের ভাংগা বাজারের হরি মন্দির ও কালি মন্দিরে প্রতিমা অজ্ঞাত ব্যক্তিরা ভাঙচুর করে। পরের দিন ১৫ সেপ্টেম্বর মন্দির সংলগ্ন এলাকা থেকে সঞ্জিত বিশ্বাস (৪৫) নামে এক ভবঘুরেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে থানায় নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। নিবিড় জিজ্ঞাসাবাদ কালে একবার বাংলা এবং একবার হিন্দি ভাষায় কথা বলেন তিনি। নাম সঞ্জিত বিশ্বাস বলে জানান। বাবা নিশিকান্ত বিশ্বাস। বাড়ি ভারতের নদীয়া। 

এই তথ্য জানিয়ে পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে বিবৃতিও দেওয়া হয়। তবে সেই বিবৃতি থেকে সরে এসেছে পুলিশ। আজ বিবৃতিতে বলা হয়, সঞ্জিত বিশ্বাসের ছবি ও খবর গণমাধ্যমে প্রকাশের পর তাঁর বাবা নিশিকান্ত বিশ্বাস (৭২) ফরিদপুর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তিনি পুলিশকে জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তি তাঁর ছেলে। তাঁর নাম সঞ্জিত বিশ্বাস। গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার নিজামকান্দী এলাকায়। সঞ্জিত মানসিকভাবে অসুস্থ। প্রায় ২৫ বছর বয়সে তিনি ভারতে যান। সেখানে অনেক দিন ছিলেন। প্রায় চার বছর আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তিনি প্রায়ই ভারতে যাতায়াত করতেন।

আরও পড়ুন–

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ