হোম > সারা দেশ > ঢাকা

আখাউড়ায় জলাশয় ভরাট করার দায়ে ১ লাখ টাকা জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  

আখাউড়ায় বালু ফেলে একটি জলাশয় ভরাটের খবর পেয়ে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বালু ফেলে জলাশয় ভরাট করে জমির শ্রেণি পরিবর্তন করার দায়ে মো. বশির (৪০) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নে আদালত পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইনে এ অর্থদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কুমিল্লা-সিলেট সড়কের তন্তর বাজারসংলগ্ন পূর্ব পাশের একটি জলাশয় বালু ফেলে ভরাটের কাজ চলছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। পরে আদালত পরিচালনা করে বশিরকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ধরখার পুলিশ ফাঁড়ির সহযোগিতায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক ও ধরখার ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. সাজেদুর রহমান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(৮) ধারায় ১ এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১