হোম > সারা দেশ > ঢাকা

আখাউড়ায় জলাশয় ভরাট করার দায়ে ১ লাখ টাকা জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  

আখাউড়ায় বালু ফেলে একটি জলাশয় ভরাটের খবর পেয়ে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বালু ফেলে জলাশয় ভরাট করে জমির শ্রেণি পরিবর্তন করার দায়ে মো. বশির (৪০) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নে আদালত পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইনে এ অর্থদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কুমিল্লা-সিলেট সড়কের তন্তর বাজারসংলগ্ন পূর্ব পাশের একটি জলাশয় বালু ফেলে ভরাটের কাজ চলছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। পরে আদালত পরিচালনা করে বশিরকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ধরখার পুলিশ ফাঁড়ির সহযোগিতায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক ও ধরখার ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. সাজেদুর রহমান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(৮) ধারায় ১ এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি