হোম > সারা দেশ > ঢাকা

সোহরাওয়ার্দী উদ্যানে ২৫ নভেম্বর সমাবেশ করবে ‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ’

আজকের পত্রিকা ডেস্ক­

আগামী ২৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠন। ছবি: আজকের পত্রিকা

দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে আগামী ২৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সমাবেশের আয়োজক সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের সদস্য মো. মাহবুবুল আলম চৌধুরী বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১ কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত চার বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর এই দুর্নীতি বিরোধী বিশেষ আইনের খসড়া জমা দিয়েছি। তারই ধারাবাহিকতায় একই দাবিতে আগামী ২৫ নভেম্বর (সোমবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করব।’

তিনি আরও বলেন, ‘এখনো আমরা সমাবেশ করার জন্য ডিএমপি থেকে অনুমতি পাইনি। তবে আশা করি আজ-কালের মধ্যেই অনুমতি পেয়ে যাব।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের সদস্য নাঈম চৌধুরী, খন্দকার মো. জসীম উদ্দিন, মো. বেলাল হোসেন, মেহেদী হাসান, কামাল হোসেন আজাদ প্রমুখ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল