হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

টঙ্গীবাড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে দম্পতিকে পিটিয়ে জখম

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পূর্ব শত্রুতার জেরে আইভি বেগম (২৭) ও তাঁর স্বামী আনিছুজ্জামান ঢালীকে পিটিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে তাঁদের স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেও প্রতিপক্ষ হামলা চালিয়ে ফের তাঁদের মারধর করে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আইভির স্বামী আনিছুজ্জামান ঢালী টঙ্গীবাড়ি থানায় ৬ জনকে আসামি করে লিখিত অভিযোগ করেছেন। আনিছুজ্জামান জানান, জায়গা-জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে আজ বিকেল ৫টার দিকে তাঁর বাড়িতে হামলা চালায় দ্বীন ইসলাম ঢালী, দুলাল ঢালী, সৈকত ঢালী, ফাতেমা বেগম ও কুলসুম বেগম। তাঁরা স্বামী-স্ত্রীকে মারধর করে জখম করে।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে বাশঁবাড়ি গ্রামের ‘ভাড়াটিয়া গুন্ডা’ সজিব কর্তব্যরত চিকিৎসকের সামনে ওই দম্পতিকে ফের মারধর করে। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুলতানা ফেরদৌসী ও হাসপাতালের স্টাফ আবজাল হোসেনে টঙ্গীবাড়ি থানা-পুলিশকে খবর দেনর। তখন হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় সজিব ওই দম্পতির কাছে থাকা ৩৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়া হবে।’

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক