হোম > সারা দেশ > ঢাকা

ফার্মগেট ফুটওভার ব্রিজ উদ্বোধন আগামীকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুনভাবে তৈরি হওয়া ফার্মগেটের ফুটওভার ব্রিজ আগামীকাল রোববার উদ্বোধন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। 

ডিএনসিসির জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। 

জানা গেছে, রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের জন্য ফার্মগেটের ফুটওভার ব্রিজটি ভেঙে ফেলা হয়। এটি দেশের প্রথম ফুটওভার ব্রিজ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষই এ ব্রিজটি নতুন করে নির্মাণ করে দেওয়ার জন্য দায়িত্ব নেয়। ইতিমধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলেও ফার্মগেটের ফুটওভার ব্রিজটি চালু হয়নি। সম্প্রতি ফার্মগেটের ফুটওভার ব্রিজটির কাজ শেষ হয়েছে। 

ডিএনসিসির তথ্য অনুসারে, গত বছরের মে মাসে ফার্মগেটের ফুটওভার ব্রিজের কাজ শুরু হয়। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ঢাকাতে প্রথমবারের মতো এত সুপ্রশস্ত ফুটওভার ব্রিজটি নির্মিত হয়। কাজের মেয়াদ বাড়িয়ে চলতি বছরের সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত সময় নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার। 

এ ফ্লাইওভারে পথচারীদের চলাচলের সুবিধার জন্য দুই প্রান্তে এস্কেলেটর ও লিফট বসানোর কথা রয়েছে। এ ব্রিজটির হাঁটার পথ প্রায় ১৮ ফুট চওড়া। রয়েছে ছয়টি পকেট, যেখানে দাঁড়িয়ে মানুষ শহরের সৌন্দর্য উপভোগ করতে পারবে। যা হাঁটার পথে বাধা সৃষ্টি করবে না। এ ব্রিজটির নকশা করা হয়েছে জাতীয় সংসদ ভবনের আদলে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার