হোম > সারা দেশ > ঢাকা

বনশ্রীতে প্লট থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকার একটি ১০ তলা ভবনের পাশে খালি প্লট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আল-আমিন শিকদার (৩২)। পুলিশের ধারণা, ওই যুবক আগুন থেকে বাঁচতে ভবন থেকে নিচে পড়ে মারা গেছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় খিলগাঁও থানা-পুলিশ।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, বনশ্রী মেরাদিয়া সড়কের এফ ব্লকের গ্লোরিয়াস টাওয়ারের বাড়ির পেছনে বন্ধন হাউজিংয়ের খালি প্লট থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের দুই হাত ভাঙা, মাথায় আঘাত, দুই পায়ের পাতা ঝলসানো অবস্থায় ছিল।

এসআই আরও জানান, মৃত আল-আমিন গত তিন মাস যাবৎ গ্লোরিয়াস টাওয়ারে ম্যানেজার হিসেবে চাকরি করতেন। পাশাপাশি ওই ভবনের ১০ তলার চিলেকোঠার একটি রুমে থাকতেন। প্রাথমিকভাবে ধারণা কর হচ্ছে, মশার কয়েল থেকে চিলেকোঠায় তার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। সেই সময় আল-আমিনের পায়ে আগুন ধরে গেলে তিনি বাঁচার জন্য পরনের কাপড় খুলে ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে মারা যান। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে যেকোনো সময় গ্লোরিয়াস টাওয়ারের দশতলা থেকে নিচে পড়ে মারা যান তিনি। তাঁর রুমের প্রায় সবকিছুই পুড়ে গেছে।

মৃত আল-আমিন বরিশাল জেলার গৌড়নদী উপজেলার দিয়াসুর গ্রামের মৃত সিরাজ শিকদারের ছেলে।

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি