হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় মশক নিধন কার্যক্রম পরিদর্শন করবে সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম পরিদর্শন করবে সংসদীয় কমিটি। কর্তৃপক্ষের পদক্ষেপ সরেজমিনে পরিদর্শনে মেজর (অব.) রফিকুল ইসলামকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটিও গঠন করা হয়েছে।  

আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সাব-কমিটি গঠন করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে আইন পরিবর্তন করে মশক নিধনের কীটনাশক আমদানিতে শুল্কহার কমানোর সুপারিশ করা হয়।  

বৈঠকে প্রকল্প গ্রহণের আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য বাধা নিরসন করে প্রকল্প গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সিটি করপোরেশনকে চলমান রাস্তা ও অন্যান্য নির্মাণকাজের মান তদারকির সুপারিশ করা হয়। দুই সিটি করপোরেশন কর্তৃক এডিস মশা বাহিত ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম ও বাস্তব অগ্রগতি প্রতিবেদন বৈঠকে কমিটির কাছে উপস্থাপন করা হয়। 

কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার এবং আদিবা আনজুম মিতা বৈঠকে অংশ নেন। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা  প্রতিমন্ত্রী শামসুল আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ২৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার রোগীই বেশি। এডিস মশা নিধনে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের প্রধান প্রধান নগর কর্তৃপক্ষ ব্যাপক অভিযান পরিচালনা করলেও এখনো ডেঙ্গু নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ নেই।

দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না—বাড়িওয়ালাদের ডিএনসিসির নির্দেশ

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের