হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় সেলিম আলতাফ জর্জ ফের ২ দিনের রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশা চালক মো. রনি হত্যা মামলায় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জকে ফের ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এই রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার বিকেলে সেলিম আলতাফকে ৩ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আলতাফ হোসেন আবারও ৫ দিনের রিমান্ডের আবেদন করেন।

সেলিম আলতাফের পক্ষে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট হাফিজুর রহমান তোতা। শুনানি শেষে আদালত ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৮ সেপ্টেম্বর সেলিম আলতাফকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া থেকে সেলিম আলতাফকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

ফেট রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, এই মামলার ঘটনায় নিহত রনি হত্যাকাণ্ডে সাবেক সংসদ সদস্য জড়িত ছিলেন বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তথ্যগুলো যাচাই করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও উসকানি দাতাদের শনাক্ত করা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রশস্ত্র উদ্ধারের জন্য আবার রিমান্ডে নেওয়া প্রয়োজন।

মামলায় বলা হয়েছে, গত ১৯ জুলাই রাত ১ টার সময় মোহাম্মদপুর থানার নুরজাহান রোডের দক্ষিণ মাথায় প্রাথমিক বিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হয়। এতে অটো রিকশা চালক গুলিবিদ্ধ হয়ে গুরুতর রক্ত জখমপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শেখ হাসিনা সহ ২৭ জনকে আসামি করে গত আট সেপ্টেম্বর নিহত রনির মা পারভীন মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ