হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় একটি বাসা থেকে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম একা ইসলাম খান (২১)। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে নিয়ে আসা ওই শিক্ষার্থীর চাচা মানিক খান জানান, একা ইসলাম উত্তরা ইউনিভার্সিটির হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষে পড়াশুনা করতেন। শেওড়াপাড়া অরবিট গলির অরবিট ভবনের ৩য় তলায় পরিবারের সঙ্গে থাকতেন। 

তিনি বলেন, একা ইসলাম গলায় ফাঁস দিয়েছে শুনে দ্রুত ওই বাসায় যান। বাসায় গিয়ে একা ইসলামকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখেন। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। 

তবে কি কারণে একা ‘আত্মহত্যা’ করেছে সে বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন চাচা মানিক খান। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে কাফরুল থানা পুলিশকে জানানো হয়েছে। 

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুকুল আলম বলেন, একা ইসলাম খান নামের এক বিশ্বিবদ্যালয় শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি শেওড়াপাড়ায় একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা