হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩১, প্রতিবাদে বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী শাহী জামে মসজিদে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩১ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১টা থেকে ৪টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি কলোনিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

আসামিদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ সোমবার ভোর ৬টা থেকে আদমজী বিহারিরা আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরবর্তীতে পুলিশ তাদের রাস্তা থেকে সরে যেতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মারে। এতে পুলিশের কয়েকজন আহত হন। পুলিশ পরিস্থিতি ঠান্ডা করার জন্য প্রায় অর্ধ শতাধিক টিয়ারগ্যাস এবং কয়েক শ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় বিহারিরা কয়েকজন সাংবাদিকের মোবাইল কেড়ে নেয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। 

এর আগে গত শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক হামলার শিকার হন। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদীন এবং সাংবাদিক বিল্লাল হোসেন রবিন আহত হন। 

পরে এ ঘটনায় পরদিন শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মির্জা শহীদুল ইসলাম বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০-১২৫ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। গতকাল রাতে অভিযান পরিচালনা করে এ ঘটনায় জড়িত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন