হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

২০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে অস্থায়ী ক্যাম্পাসে: ইউজিসি চেয়ারম্যান 

কিশোরগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, গুরুদয়াল সরকারি কলেজ চত্বরে আমরা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে একত্রিত হয়েছি। গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষসহ এই কলেজের সকলকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এখানে শুরু করার সুযোগ করে দেওয়ার জন্য। কারণ আমাদের প্রায় ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, যাদের কোনো নিজস্ব ক্যাম্পাস নেই। কার্যক্রম চলছে অস্থায়ী ক্যাম্পাসে। সেই হিসেবে এই বিশ্ববিদ্যালয়টি একটি ১০তলা ভবনে তার শিক্ষা কার্যক্রম শুরু করতে পেরেছে, আমাদের শিক্ষার্থীরা একটি মনোরম পরিবেশ পেয়েছে। অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে মিশতে পারছে, সেটা একটা বড় ঘটনা। 

আজ রোববার দুপুরে কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে (গুরুদয়াল সরকারি কলেজ) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

ড. মুহাম্মদ আলমগীর বলেন, বিশ্ববিদ্যালয় কেন দরকার? আপনারা ভাবছেন গুরুদয়াল সরকারি কলেজই তো আছে। এখানে ১৬টি বিষয়ে অনার্স এবং ১০টি বিষয়ে মাস্টার্স চালু আছে। যেটাকে আমরা উচ্চ শিক্ষা বলে থাকি। তাহলে আরেকটি প্রতিষ্ঠান কেন দরকার। বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যেখানে মানুষ জ্ঞানের সৃজন করতে পারে, লালন করতে পারে। বিশ্ববিদ্যালয়টি ১০৩ একর জায়গাতে স্থাপিত হবে। আপনি ভাববেন না বিশ্ববিদ্যালয় ১০৩ একরে সীমাবদ্ধ। বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার পর যে কর্মকাণ্ড চলবে সে কর্মকাণ্ড একটি জনপদ তৈরি করবে। 

তিনি বলেন, বিশ্বের অনেক জায়গায় বিশ্ববিদ্যালয় আগে প্রতিষ্ঠিত হয়েছে, পরে শহর প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তীতে দেশ প্রতিষ্ঠিত হয়েছে এমন অনেক কাহিনী আছে। বিশ্ববিদ্যালয় কিন্তু একদিনে গড়ে উঠে না। সুতরাং বিশ্ববিদ্যালয়ের কাছে প্রত্যাশা যেটা করবেন সেটা সুদূরপ্রসারী। অক্সফোর্ডের কথা যদি আমরা চিন্তা করি, অক্সফোর্ডের বয়স হয়েছে এক হাজার বছর। আর আমাদের সবচেয়ে পুরোনো বিশ্ববিদ্যালয়টির বয়স সবেমাত্র ১০০ বছর। 

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ বছরের অর্জন আর এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ৪ বছর আগে এবং শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে ১ বছর। আমাদের শিক্ষার্থীরা সবেমাত্র সেকেন্ড ইয়ারে উঠেছে। বীজ রোপণ করার পর চারাগাছ হলে যেভাবে পরিচর্যা করা হয় এই বিশ্ববিদ্যালয়টিকে সেভাবে পরিচর্যা করতে হবে। 

বশেমুরবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বশেমুরবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. নূরুজ্জামান, বশেমুরবির ট্রেজারার অধ্যাপক মো. ইমান আলী, বশেমুরবির সিন্ডিকেট সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হক, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ. ন. ম. মুশতাকুর রহমান। সঞ্চালনা করেন রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক