হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তার দোকানের তালা ভেঙে টাকা চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তার দোকানের তালা ভেঙে টাকা চুরির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন।

ওসি জানান, গতকাল রোববার রাতে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন ও উপপরিদর্শক (এসআই) পাপন চন্দ্র দের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লার দেবীদ্বার থানা এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার মুরাদনগর থানা এলাকার শুশুন্ডা গ্রামের তৌফিত ওরফে তৌহিদ (২৮) এবং একই গ্রামের জামাল ওরফে কামাল মিয়া (৪২)।

পুলিশ জানায়, গত ১৫ ডিসেম্বর দুপুরে পলাশ উপজেলার চরসিন্ধুর ইউনিয়নের চরসিন্ধুর বাজার এলাকার এমপি মার্কেটের নিচতলায় ডাচ্‌-বাংলা এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তার দোকানের শাটারের তালা ভেঙে প্রায় ৯ লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোর চক্র। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন চেষ্টার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে  টাকাসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনকে আজ সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির