হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তার দোকানের তালা ভেঙে টাকা চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তার দোকানের তালা ভেঙে টাকা চুরির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন।

ওসি জানান, গতকাল রোববার রাতে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন ও উপপরিদর্শক (এসআই) পাপন চন্দ্র দের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লার দেবীদ্বার থানা এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার মুরাদনগর থানা এলাকার শুশুন্ডা গ্রামের তৌফিত ওরফে তৌহিদ (২৮) এবং একই গ্রামের জামাল ওরফে কামাল মিয়া (৪২)।

পুলিশ জানায়, গত ১৫ ডিসেম্বর দুপুরে পলাশ উপজেলার চরসিন্ধুর ইউনিয়নের চরসিন্ধুর বাজার এলাকার এমপি মার্কেটের নিচতলায় ডাচ্‌-বাংলা এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তার দোকানের শাটারের তালা ভেঙে প্রায় ৯ লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোর চক্র। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন চেষ্টার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে  টাকাসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনকে আজ সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ