হোম > সারা দেশ > ঢাকা

গাড়িচাপায় নারীর মৃত্যুর ঘটনায় মামলা দেওয়ার প্রসিডিউর চলছে: রমনা ডিসি 

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষকের গাড়ির নিচে পড়ে পিষ্ট হয়ে মোটরসাইকেলআরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়িচাপায় যে নারীর মৃত্যু হয়েছে সেটা নিয়ে আমাদের মামলার কাজ চলমান। নিহত নারীর পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে এখনো যোগাযোগ করেনি৷’

আজ শুক্রবার রাত সাড়ে ৭টার সময়ে শাহবাগ থানায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথাগুলো বলেন তিনি। 

শহিদুল্লাহ বলেন, ‘খুবই অমানবিক ও মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। চালক সুস্থ হলে আমরা তাকে জিজ্ঞেস করব, কেন তিনি এমন করেছেন! তিনি এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে। আমাদের (পুলিশ) পক্ষ থেকে তাঁর চিকিৎসার খরচ বহন হচ্ছে, সিটিস্ক্যান করা হয়েছে। আমরা এখনো তাঁর (চালক) পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। একটি নাম্বার পেয়েছিলাম তাঁর স্ত্রীর। কিন্তু কল দিলে রিং হয় কল ধরেনি, পরে মোবাইল বন্ধ পাওয়া যায়।’

গাড়িচাপায় নারীর মৃত্যুর বিষয়ে শহীদুল্লাহ্ বলেন, ‘ওই নারীর নাম রুবিনা আক্তার। লাশ এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। কিছু ফর্মালিটিস আছে, সেই ফর্মালিটিসগুলো মেনটেইন করার মতো কোনো আত্মীয়স্বজন হাসপাতালে নেই।’

প্রাইভেটকারের চালক মাদকাসক্ত ছিলেন কি না-এমন প্রশ্নের উত্তরে রমনার ডিসি মো. শহীদুল্লাহ বলেন, ‘তিনি এখনো চিকিৎসাধীন। ডাক্তাররা জানানোর পরে আমরা জানতে পারব উনি কোন অবস্থায় ছিলেন। এর আগে বলতে পারছি না।’

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯